News71.com
 Bangladesh
 20 Feb 20, 07:36 PM
 855           
 0
 20 Feb 20, 07:36 PM

সুনামগঞ্জে পুলিশ দম্পতির নির্যাতনে রক্তাক্ত সংখ্যালঘু পরিবারের নারী ও শিশুসহ ৪ জন॥

সুনামগঞ্জে পুলিশ দম্পতির নির্যাতনে রক্তাক্ত সংখ্যালঘু পরিবারের নারী ও শিশুসহ ৪ জন॥

নিউজ ডেস্কঃ সুনামগঞ্জ শহরের মল্লিকপুর পুলিশ লাইনস সংলগ্ন বিসিক শিল্প নগরীর মাঠে ১৮/০২/২০২০ ইং বিকেল বেলায় শিশুদের ক্রিকেট খেলাকে কেন্দ্র করে পুলিশের এসআই আব্দুর রহমান তার পার্শবর্তি বাসিন্দা আমুদ বর্মনের পুত্র শুভঙ্কর বর্মন (১০)কে নির্মমভাবে পেটাতে থাকলে তার আর্তচিৎকারে তার পিসি জবা বর্মন ও মাতা শিউলী বর্মন পুত্রকে রক্ষা করতে এলে এসআই আব্দুর রহমান ও তার স্ত্রী (পুলিশ কন: রেশমা ) উভয়ে মিলিতভাবে লাঠিসোটা নিয়ে ৩ জনকে এলোপাথারী মারপিট করতে থাকেন। সে সময় শিউলীর কোলে থাকা ৮মাসের কন্যা মিষ্টি তাদের হাত থেকে রেহাই পায়নি। পুলিশ দম্পতি তাদের হাতে থাকা লাঠি দ্বারা নীরিহ সংখ্যালঘু পরিবাবের ৪ সদস্যের মাথা, নাক,মুখ সহ শরীরের বিভিন্ন অংশে মারাত্মক রক্তাক্ত জখম করে। তাদের বাচাতে প্রতিবেশীরা ছুটে আসলে পুলিশ দম্পতি তাদেরকে ও লাঠি পেটা করে এলাকায় ভীতিকর পরিবেশ তৈরী করে।

খবর পেয়ে ওয়ার্ড কমিশনার আহমদ নুর, বাড়ীর মালিক নজির মিয়া, আহত প্রতিবেশী আব্দুল করিম সহ এলাকাবাসী এগিয়ে এসে মারাত্নক জখমী অবস্থায় আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করেন। আহত শিউলী ও জবার নাক ও মাথায় গুরুতর আঘাত থাকায় তাদেরকে এক্সরে করার পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক। অসহায় দরিদ্র সংখ্যালঘু পরিবারটি অর্থাভাবে চিকিৎসা নিতে না পেরে এবং নির্যাতনকারী পুলিশ দম্পতির প্রান নাশক হুমকি ধামকিতে নিরাপত্তাহীনতার কারনে অবশেষে জেলা লিগ্যাল এইড অফিসের সাহায্য প্রার্থনা করেছে। জেলা জজ আদালতের পাবলিক প্রশিকিউটর ( পিপি), সাবেক সাংসদ এড: শামসুন্নাহার বেগম শাহানা আহতদের সুষ্ট চিকিৎসা নিশ্চিতের নির্দেশ দিয়ে অনতি বিলম্বে এরূপ জগন্য নির্যাতনের সুষ্ট বিচার দাবী করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন