News71.com
 Bangladesh
 20 Feb 20, 07:29 PM
 68           
 0
 20 Feb 20, 07:29 PM

গ্রামীনফোনকে সোমবারের মধ্যে ১ হাজার কোটি টাকা দিতেই হবে॥আপিল বিভাগ

গ্রামীনফোনকে সোমবারের মধ্যে ১ হাজার কোটি টাকা দিতেই হবে॥আপিল বিভাগ

নিউজ ডেস্কঃ গ্রামীনফোনকে আগামী সোমবারের মধ্যে বিটিআরসির পাওনা দুই হাজার কোটি টাকার মধ্যে অন্তত এক হাজার কোটি টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। রিভিউ আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ৭ সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন। আদেশে বলা হয়েছে, গ্রামীণ ফোনের কাছে বিটিআরসির যে পাওনা টাকা সেটা কমানেরা কোনো সুযোগ নাই। সেক্ষেত্রে তাদের আগামী সোমবারের মধ্যে অন্তত এক হাজার কোটি টাকা দিতে হবে। বাকি টাকার বিষয়ে ওই দিন পরবর্তী আদেশ দেয়া হবে। এদিন গ্রামীণফোনের আইনজীবী ছয় মাস সময় চেয়ে বলেন, তারা ৫৭৫ কোটি টাকা দিতে চায়। কিন্তু আদালত সেই আবেদন গ্রাহ্য না করে সরাসরি বলেছেন, আগে এক কোটি টাকা দিতে হবে বিটিআরসিকে। এসময় আদালত বলেন, শুধু টাকা কমালে হবে না। টাকা দিতেও হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন