News71.com
 Bangladesh
 19 Feb 20, 11:50 AM
 892           
 0
 19 Feb 20, 11:50 AM

ভৈরবে নকল মোবাইল বিক্রির অভিযোগে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা ।।

ভৈরবে নকল মোবাইল বিক্রির অভিযোগে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা ।।

নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জের ভৈরবে শুল্ক ফাঁকি দিয়ে আনা স্মার্টফোন ও নকল মোবাইল ফোন বিক্রির অভিযোগে ৫টি প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভৈরবের ইয়াকুব সুপার মার্কেটে যৌথ অভিযান পরিচালনা করে বিটিআরসি, উপজেলা প্রসাশন ও র‌্যাবের একটি দল। এ সময় ৫টি প্রতিষ্ঠান থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৪৭টি স্মার্টফোন, ২০টি স্মার্ট ওয়াচ ও নকল মোবাইল সেট জব্দ করা হয়। এর পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে ওই ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় ৭৫ হাজার টাকা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন