News71.com
 Bangladesh
 13 Feb 20, 06:30 PM
 127           
 0
 13 Feb 20, 06:30 PM

বাংলাদেশ যুব ক্রিকেটের দুই খেলোয়াড়কে বীরোচিত সংবর্ধনা॥

বাংলাদেশ যুব ক্রিকেটের দুই খেলোয়াড়কে বীরোচিত সংবর্ধনা॥

নিউজ ডেস্কঃ ঘরের ফেরার পর আদরের সন্তান জয় আর শামীমকে কাছে পেয়ে আনন্দে কেঁদে ফেলেন তাদের বাবা মা। দেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসায় তারা সন্তানদের জন্য দোয়াও করেন। এসময় সন্তানরাও মায়ের কোলে মাথা লুকিয়ে পরম মমতায় নিজদের আবেগ প্রকাশ করেন। অনূর্ধ্ব যুব বিশ্বকাপে চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের দুই খেলোয়াড় মাহমুদুল হাসান জয় ও শামীম হোসেন পাটোয়ারীকে বীরোচিত সংবর্ধনা দিয়েছে চাঁদপুরবাসী। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় নদীপথে রাজধানী থেকে চাঁদপুরে ফেরেন জয়। তার একঘন্টা পর সড়কপথে শামীম। এসময় তাদের নিয়ে ক্রিকেট সমর্থক এবং চাঁদপুরবাসী শহরের বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। এতে অংশ নেয় মোটর সাইকেলসহ বিভিন্ন ধরণের কয়েকশ যানবাহন। নেচে গেয়ে আর বাদ্যযন্ত্রের তালে তালে ক্রিকেটারদের নিয়ে গোটা শহর মাতিয়ে তোলে উপস্থিত সতীর্থরা। এসময় বিশ্ব যুব ক্রিকেটের এই দুই বীরকে একনজর দেখতে নানা বয়সী হাজার হাজার মানুষের ঢল নামে। দুপুরে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান এই দুই বীরকে ফুল দিয়ে বরণ করেন। পরে পৌর মেয়র নাসিরউদ্দিন আহম্মদ এবং জয়-শামীমের গ্রামের বাড়ি ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমানের পক্ষ থেকেও তাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এছাড়া চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গনি পাটোয়ারীও এই দুই ক্রিকেটারকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে শামীম হোসেন ধানুয়ায় এবং মাহমুদুল হাসান জয় পশ্চিম লাড়ুয়ায় নিজ বাড়িতে ফিরে যান। এসময় স্বজন ও গ্রামবাসী ফুল, মিষ্টি আর নানা শ্লোগানে তাদেরকে সাদরে বরণ করে নেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন