News71.com
 Bangladesh
 23 Jan 20, 11:52 AM
 788           
 0
 23 Jan 20, 11:52 AM

স্ত্রীকে পুড়িয়ে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ডের আদেশ॥

স্ত্রীকে পুড়িয়ে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ডের আদেশ॥

নিউজ ডেস্কঃ খাগড়াছড়িতে স্ত্রীকে কেরোসিন দিয়ে আগুনে পুড়িয়ে হত্যা মামলায় স্বামীকে মৃত্যুদণ্ডাদেশ ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২২ জানুয়ারি) দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক রেজা মো. আলমগীর এ রায় ঘোষণা করেন। মামলার বিবরণে জানা যায়, যৌতুক না পেয়ে ২০০৯ সালের ৭ সেপ্টেম্বর বিকেলে ঘুমন্ত স্ত্রী কোহিনুর বেগমের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় স্বামী শাহ আলম। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধার করে তাকে সদর হাসপাতালে ভর্তি করে। পরে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ১ অক্টোবর মৃত্যু হয় তার। এ ঘটনায় নিহতের ভাই ১১ সেপ্টেম্বর দীঘিনালা থানায় শাহ আলমকে আসামি করে একটি হত্যা মামলা করেন। এ মামলায় ১৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে স্বামী শাহ আলমকে মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন