News71.com
 Bangladesh
 21 Jan 20, 03:21 PM
 54           
 0
 21 Jan 20, 03:21 PM

১৬-১৭ বছর বয়সীরাই দ্রুততম সময়ে এনআইডি পাবেন ॥ মো. সাইদুল ইসলাম

১৬-১৭ বছর বয়সীরাই দ্রুততম সময়ে এনআইডি পাবেন ॥ মো. সাইদুল ইসলাম

নিউজ ডেস্কঃ জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুল ইসলাম বলেছেন, ১৬ ও ১৭ বছর বয়সীদের দ্রুততম সময়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়া হবে। নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে ভোটার তালিকা হালনাগাদ নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মঙ্গলবার (২১ জানুয়ারি) তিনি এ কথা বলেন। মো. সাইদুল ইসলাম বলেন, দেশের সব নাগরিকেরই এনআইডি পাওয়ার অধিকার রয়েছে। তবে আমরা বর্তমানে ১০ বছর বয়সীদের এনআইডি দেওয়ার লক্ষ্যে কার্যক্রম হাতে নিচ্ছি। ধীরে ধীরে সবাইকেই দেওয়া হবে। তিনি বলেন, এরইমধ্যে ১৬ ও ১৭ বছর বয়সীদেরও তথ্য সংগ্রহ করেছি। তাদের ১০ আঙুলের ছাপ, ছবি এবং চোখের আইরিশের প্রতিচ্ছবিও নেওয়া হয়েছে। জেলা পর্যায়ে আমাদের কার্যক্রম চলছে। দ্রুততম সময়ে তাদের আমরা এনআইডি দেবো। এনআইডি মহাপরিচালক বলেন, দেশের সব নাগরিক এনআইডি পেলেও তারা ভোটার হবেন কেবল ১৮ বছর বয়স হলেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন