bangladesh
 15 Jan 20, 06:52 PM
 35             0

ময়মনসিংহের ত্রিশালে সড়ক দূর্ঘটনা॥ নিহত ১, আহত ৩৫

ময়মনসিংহের ত্রিশালে সড়ক দূর্ঘটনা॥ নিহত ১, আহত ৩৫

নিউজ ডেস্কঃ ঘন কুয়াশার কারণে ময়মনসিংহে চারটি বাস ও ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও  ৩৫ জন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  বুধবার ( ১৫ জানুয়ারি) সকালে ত্রিশালের কাজীর শিমলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে জরুরি চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।  জানা গেছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে কাজীর শিমলা এলাকায় একটি ট্রাক দাঁড়িয়ে বালি আনলোড করছিল। এসময় শেরপুর থেকে ঢাকাগামী একটি বাস পেছন থেকে এসে জোরে ধাক্কা দেয়। পরপর আরও তিনটি বাস ওই বাসটির পেছন এসে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রাক ও সবগুলো বাস ক্ষতিগ্রস্ত হয়।  স্থানীয়রা বলছেন, অবৈধভাবে মহাসড়কের পাশে বালি রেখে ব্যবসা করা হচ্ছে। এর কারণে এই দুর্ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তারা উদ্ধার কাজ শুরু করেন। এবং কিছুক্ষণ আগেই হতাহতদের উদ্ধার কাজ শেষ হয়েছে। কিন্তু রাস্তা থেকে ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো এখনো সরানো যায়নি। এ ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এক পাশের রাস্তার যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')