Bangladesh
 14 Jan 20, 01:25 PM
 103             0

কক্সবাজারে জমি নিয়ে বিরোধ॥গুলিবিদ্ধ ৫ জন

কক্সবাজারে জমি নিয়ে বিরোধ॥গুলিবিদ্ধ ৫ জন

নিউজ ডেস্কঃ কক্সবাজারের মহেশখালীতে জমি সংক্রান্ত বিরোধে পাঁচ জন গুলিবিদ্ধ হয়েছেন।গত সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের নয়া পাড়া গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে।আহতরা হলেন, সাদ্দাম হোসেন (৩৮), নুর আয়েশা (২৭), নুরুল আবছার (৩২), ছেনুয়ারা বেগম (৩৫) ও আলী হোসেন (৫৪)।আহতদের প্রথমে মহেশখালী উপজেলা সরকারি হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।গুলিবিদ্ধ আলী হোসেনের দাবি, তার জমির কিছু অংশ বিক্রির জন্য বায়না নামা হয়। সোমবার সকালে স্থানীয় আব্দুস সবুর মাঝি তার দলবল নিয়ে ওই জমি দখল করতে যান। আলী হোসেনের ছেলেরা বাধা দিলে এলোপাতাড়ি গুলি ছোড়ে হামলাকারীরা। এসময় বাড়িতে ঢুকে ভাঙচুর ও লুটপাট চালানোরও অভিযোগও করেন আলী হোসেন। মহেশখালী থানার পুলিশ পরিদর্শক বাবুল আজাদ জানিয়েছেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে আটক করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')