News71.com
 Bangladesh
 14 Jan 20, 12:17 PM
 144           
 0
 14 Jan 20, 12:17 PM

বন্দর ও জাহাজ নির্মাণ খাতে ইউএই’র বিনিয়োগ কামনা প্রধানমন্ত্রীর॥

বন্দর ও জাহাজ নির্মাণ খাতে ইউএই’র বিনিয়োগ কামনা প্রধানমন্ত্রীর॥

নিউজ ডেস্কঃ দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে বাংলাদেশে বন্দর নির্মাণ, জাহাজ নির্মাণ শিল্প ও তথ্য প্রযুক্তি খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় আবুধাবির হোটেল শাংগ্রি-লায় ডিপি ওয়ার্ল্ডের সংযুক্ত আরব আমিরাতের চেয়ারম্যান সুলতান আহমেদ বিন সুলায়েমের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। বৈঠকে ডিপি ওয়ার্ল্ড, বিশ্বের নেতৃস্থানীয় সাপ্লাই চেন সলিউশন, কার্গো লজিস্টিকস, বন্দর পরিচালনা, সমুদ্র যাত্রা সংশ্লিষ্ট সংস্থা, প্রধানমন্ত্রীকে সোনাগাজীতে ১৩শ’ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র স্থাপনের অগ্রগতির বিষয়ে অবহিত করেন। বাংলাদেশ সরকার এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য জমি বরাদ্দ দেয়। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন