News71.com
 Bangladesh
 15 Dec 19, 06:03 PM
 1103           
 0
 15 Dec 19, 06:03 PM

ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে চট্টগ্রামে প্রচারণা॥

ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে চট্টগ্রামে প্রচারণা॥

নিউজ ডেস্কঃ ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে আবারও প্রচারণায় নেমেছে রেলওয়ে প্রশাসন। প্রত্যেক স্টেশন ও রেললাইনের পাশে থাকা দোকান, বসতিতে গিয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণের পাশাপাশি ব্রিফিং করে সচেতন করছে রেলওয়ে পূর্বাঞ্চলের কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সমন্বয়ে গঠিত একাধিক টিম। রেলওয়ে সূত্র বলছে, প্রায় প্রতিদিন বিভিন্ন ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটছে। এতে ট্রেনের জানালার গ্লাস ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি গুরুতর আহত হচ্ছেন সাধারণ যাত্রীরা। এ কারণে প্রতি সপ্তাহে অন্তত তিনদিন পাথর নিক্ষেপের বিরুদ্ধে ক্যাম্পেইন করা হচ্ছে। গতকাল শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রামের বিভিন্ন রেলস্টেশন ও তার আশপাশের এলাকায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে ব্যাপক প্রচারণা চালানো হয়। কোথাও কোথাও মাইকিং করা হয়। রোববারও পাথর নিক্ষেপ বন্ধে প্রচারণা চালানো হচ্ছে। রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক বোরহান উদ্দিন বলেন, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ করে মানুষের জানমালের ক্ষতিসাধন একটি ফৌজদারি অপরাধ। প্রাথমিকভাবে সামাজিক সচেতনতা ও প্রতিরোধ গড়ে তোলার জন্য প্রচারণা চালানো হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন