News71.com
 Bangladesh
 15 Dec 19, 05:59 PM
 121           
 0
 15 Dec 19, 05:59 PM

হঠাৎ বৃষ্টির আশঙ্কা॥বাড়বে শীতের তীব্রতা

হঠাৎ বৃষ্টির আশঙ্কা॥বাড়বে শীতের তীব্রতা

নিউজ ডেস্কঃ আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে আবহাওয়া শুস্ক থাকতে পারে, তবে দেশের উত্তরপশ্চিমাঞ্চলের দু’এক জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।এবং তাপমাত্রা আরাও কমবে ।শনিবার সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।এছাড়া সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।পরবর্তী ৭২ ঘন্টা রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে।আবহাওয়ার সংক্ষিপ্তসারে বলা হয়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।ঢাকায় শনিবার সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ১৩ মিনিটে এবং রোববার সূর্যোদয় ভোর ৬ টা ৩৩ মিনিটে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন