News71.com
 Bangladesh
 12 Dec 19, 10:22 PM
 113           
 0
 12 Dec 19, 10:22 PM

রূপপুর ‘বালিশকাণ্ডে’ ক্ষতি ৩১ কোটি টাকা ।। ইকবাল মাহমুদ

রূপপুর ‘বালিশকাণ্ডে’ ক্ষতি ৩১ কোটি টাকা ।। ইকবাল মাহমুদ

নিউজ ডেস্কঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির কারণে সরকারের ৩১ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে। অনুসন্ধান চলছে। সেটি শেষ হলে সঠিক টাকার পরিমাণ বলা যাবে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। ইকবাল মাহমুদ বলেন, তদন্ত কর্মকর্তারা আমাদের কাছে মামলার অনুমতি চেয়েছিলেন। আমরা মামলার অনুমোদন দিয়েছি। গ্রেফতার করা না করার বিষয়টি সম্পূর্ণ তাদের এখতিয়ারভুক্ত। ভর্তি বাণিজ্যের বিষয়ে তিনি বলেন, শিক্ষাখাতে দুর্নীতির বিষয়ে দুদক জিরো টলারেন্স ভূমিকায় রয়েছে। ইতোমধ্যে বিভিন্ন জায়গা থেকে ভর্তি বাণিজ্যের অভিযোগ এসেছে। যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা কঠোর নজরদারিতে রয়েছেন। আমি বলতে চাই, এই বিষয়ে দুদক কাউকে ছাড় দেবে না।খালেদা জিয়ার মামলার বিষয়ে তিনি বলেন, এটি আদালতের বিষয়। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করবো না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন