News71.com
 Bangladesh
 10 Dec 19, 11:05 AM
 1005           
 0
 10 Dec 19, 11:05 AM

নীলফামারীতে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় অনুষ্ঠিত॥

নীলফামারীতে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় অনুষ্ঠিত॥

নিউজ ডেস্কঃ নীলফামারীর ডোমারে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার (০৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের পশ্চিম বোড়াগাড়ী পুরাতন পরিষদ সংলগ্ন মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে ফাতিমা। বিজয়ের মাস ঘিরে এ প্রতিযোগিতার আয়োজন করে ডোমার উপজেলার পশ্চিম বোড়াগাড়ী যুব-ঐক্য পরিষদ। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ৪০টি ঘোড়া প্রতিযোগিতায় অংশ নেয়। হাজার হাজার দর্শকের সমাগমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ। ঘোড়দৌড় প্রতিযোগিতা উদযাপন কমিটির সভাপতি আব্দুল্লাহ আল কাফির সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনোয়ার হোসেন, ডোমার থানার ইন্সপেক্টর (তদন্ত) বিশ্বদেব রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, জেলা পরিষদ সদস্য মিজানুর রহমান, হরিনচড়া ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম, বামুনিয়া ইউপি চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান বুলেট প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন