News71.com
 Bangladesh
 09 Dec 19, 06:32 PM
 114           
 0
 09 Dec 19, 06:32 PM

নারী নির্যাতন প্রতিরোধে সম্মাননা পেলেন চাঁদপুরের ৫ জয়িতা॥

নারী নির্যাতন প্রতিরোধে সম্মাননা পেলেন চাঁদপুরের ৫ জয়িতা॥

নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধপক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে জেলা পর্যায়ে চাঁদপুরে পাঁচ জয়িতাকে সম্মাননা দেওয়া হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচিত জয়িতাদের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন জেলা প্রশাসক (ডিসি) মো. মাজেদুর রহমান খান। নির্বাচিত জয়িতা নারীরা হলেন-হাজীগঞ্জ উপজেলার রাবেয়া আক্তার মায়া। তিনি অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী একজন নারী। চাঁদপুর সদর উপজেলার সালমা আক্তার। তিনি শিক্ষা ও চাকরিক্ষেত্রে সফলতা অর্জন করেছেন। হাজীগঞ্জ উপজেলার ফাতেমা খাতুন। তিনি সফল জননী নারী। মতলব দক্ষিণ উপজেলার খাদিজা বেগম। তিনি নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যোমে জীবন শুরু করেছেন। কচুয়া উপজেলার মোসাম্মৎ শাহিনুর। তিনি সমাজ উন্নয়ন অসাম্য অবদান রেখেছেন। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দাউদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী, জাতীয় মহিলা সংস্থা চাঁদপুরের চেয়ারমান অধ্যাপিকা মাসুদা নুর, মহিলা বিষয়ক অধিদপ্তর চাঁদপুরের উপ-পরিচালক রাফিয়া ইকবাল প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন