News71.com
 Bangladesh
 18 Nov 19, 01:35 PM
 789           
 0
 18 Nov 19, 01:35 PM

নারায়ণগঞ্জে থানার মধ্যে ব্যবসায়ীকে পেটালেন এক আ.লীগ নেতা॥

নারায়ণগঞ্জে থানার মধ্যে ব্যবসায়ীকে পেটালেন এক আ.লীগ নেতা॥

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার ভেতরে শুক্রবার (১৫ নভেম্বর) রাতে সিকদার সেলিম নামে এক ব্যবসায়ীকে মারধর ও প্রাণনাশের হুমকি দেয়ার ঘটনায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলীর বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার (১৭ নভেম্বর) দুপুরে নির্যাতিত ব্যবসায়ী সিকদার সেলিম বাদী হয়ে ফতুল্লা থানায় ওই মামলা দায়ের করেন। এদিকে, দায়িত্বে অবহেলা ও থানার ভেতরে মারধরের ঘটনার কারণে থানার পরিদর্শক (তদন্ত) হাসানুজ্জামানকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। পুলিশ পরিদর্শক (তদন্ত) হাসান থানার প্রভাবশালী পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিত। অন্যদিকে মীর সোহেল প্রভাবশালী সাংসদ শামীম ওসমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

মামলার অভিযোগ সূত্র জানায়, বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে সদর উপজেলার ফতুল্লার কুতুবপুরের দুর্ধর্ষ সন্ত্রাসী মীর হোসেন মীরুর সন্ত্রাসী বাহিনী কুতুবপুর ইউনিয়নের বউবাজার এলাকায় মুরাদ হোসেন নামে এক ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকি ও অকথ্য ভাষায় গালাগাল করে। এ ঘটনায় ওই দিন রাতেই মুরাদ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ওই ঘটনায় থানায় অভিযোগ দায়েরের পর থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরদিন শুক্রবার রাতে তাদেরকে থানায় যেতে বলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন