News71.com
 Bangladesh
 14 Nov 19, 08:20 PM
 847           
 0
 14 Nov 19, 08:20 PM

জয়পুরহাটে মেয়রসহ ৪ জনের বিরুদ্ধে দূর্নীতি’র মামলা॥  

জয়পুরহাটে মেয়রসহ ৪ জনের বিরুদ্ধে দূর্নীতি’র মামলা॥   

নিউজ ডেস্কঃ জয়পুরহাটে দুর্নীতির অভিযোগে পৃথক দুটি মামলায় আক্কেলপুর উপজেলার সাধারণ সম্পাদক পৌর মেয়র গোলাম মাহফুজ চৌধূরীসহ ৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলাটি দুর্নীতি দমন কমিশনকে (দুদক) তদন্ত করার নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার বিকেলে জয়পুরহাট সিনিয়র স্পেশাল জজ আদালতে পৃথক ভাবে মামলা দায়ের করেন আক্কেলপুর উপজেলার মকিমপুর গ্রামের বাসিন্দা মৃত ছহির উদ্দীনের ছেলে মজিবর রহমান ও আক্কেলপুর উপজেলা শহরের বাসিন্দা মৃত ফয়েজ উদ্দীন আকন্দের ছেলে এবিএম এনায়েতুর রহমান আকন্দ । মামলা সূত্রে জানা যায়, আক্কেলপুর পৌর কবরস্থানের সীমানা প্রাচীর গেট, পৌর ভবনের সীমানা প্রাচীরসহ গেট এবং পৌর পার্কের সীমানা প্রাচীরসহ পার্কের ভিতরে রাস্তা, ছাতাসহ বিভিন্ন নির্মান কাজের জন্য ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স রোজি চাউল কলের স্বত্তাধিকারী মজিবর রহমানের টেন্ডারপত্র দরদাতা হিসেবে সর্বনিম্ন হলেও মিথ্যা অজুহাতে পৌর মেয়র সেগুলো বাতিল করেন। পরবর্তীতে দরপত্র বেশী হওয়া স্বত্তেও অবৈধ অর্থের বিনিময়ে মেয়র তার নিয়ন্ত্রিত ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স সাহা ট্রেডার্স ও রিনা এন্টার প্রাইজের নামে গ্রহন করেন। এতে উল্লেখিত ৩টি নির্মান কাজে ২লাখ ৬০ হাজার ৫৭৩ টাকা সরকারের সংশ্লিষ্ট দপ্তর ক্ষতিগ্রস্থ হয়। অপর মামলা সূত্রে জানা গেছে, ফারুক আলম চৌধূরী নামে এক ব্যক্তি জাল সনদে আক্কেলপুর মহিলা ডিগ্রী কলেজে চাকুরী করছিলেন। এ ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে আহবায়ক করে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হলে ২৪ জুন ফারুক আলম চৌধূরীর সনদপত্র জাল মর্মে তার গ্রহনকৃত সমস্ত সরকারী বেতন-ভাতাদী ফেরত প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের সুপারিশ করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন