Bangladesh
 08 Nov 19, 05:01 PM
 105             0

কুষ্টিয়ায় দুদকের হাতে সাব-রেজিস্ট্রারসহ দু’জন আটক॥

কুষ্টিয়ায় দুদকের হাতে সাব-রেজিস্ট্রারসহ দু’জন আটক॥

নিউজ ডেস্কঃ কুষ্টিয়ার সদর উপজেলা সাব-রেজিস্ট্রার সুব্রত কুমার সিংহ ও অফিস সহকারী রফিকুল ইসলাম মুকুলকে ঘুষ নেওয়ার অভিযোগে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (০৭ নভেম্বর) দুপুর ১টার দিকে সদর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের উপ-পরিচালক মোহাম্মদ যাকারিয়াসহ সংস্থাটির একটি দল অভিযান চালায়। দুদকের উপ-পরিচালক মোহাম্মদ যাকারিয়া জানান, বৃহস্পতিবার সকালে আমাদের কাছে সংবাদ আসে যে, সদর সাব-রেজিস্ট্রি অফিসে বিভিন্ন গ্রাহকদের কাছ থেকে অবৈধভাবে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে। বিষয়টি দুদক সদর দপ্তরকে জানিয়ে সেখানে অভিযান চালানো হয়। এসময় সাব-রেজিস্ট্রার সুব্রত কুমার সিংহ ও অফিস সহকারী রফিকুল ইসলাম মুকুলকে ঘুষের টাকাসহ হাতে নাতে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সৌপর্দ করা হবে বলেও জানান ওই দুদক কর্মকর্তা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')