News71.com
 Bangladesh
 20 Oct 19, 10:29 AM
 748           
 0
 20 Oct 19, 10:29 AM

রাবির ভর্তি পরীক্ষা ।। অভিভাবকদের থাকার সুযোগ প্রশাসনের

রাবির ভর্তি পরীক্ষা ।। অভিভাবকদের থাকার সুযোগ প্রশাসনের

নিউজ ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২১ ও ২২ অক্টোবর অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছে প্রশাসন। এর অংশ হিসেবে আগত ভর্তিচ্ছুদের অভিভাবকদের জন্য থাকার ব্যবস্থাও করেছে। বিশ্ববিদ্যালয়ের পশ্চিম দিকে অবস্থিত ছাত্রীদের জিমনেসিয়ামে ভর্তি পরীক্ষার দুইদিনের জন্য নারী অভিভাবকদের থাকার ব্যবস্থা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা বলেন, ভর্তি পরীক্ষার সময় শিক্ষার্থীদের অভিভাবকদের অনেক সমস্যায় পড়তে হয়। অনেকে স্টেশনে রাত্রিযাপন করে। সেজন্য আগামী ২১ ও ২২ অক্টোবর দুইদিন বিশ্ববিদ্যায়ের ছাত্রী জিমনেসিয়ামে তাদের থাকার ব্যবস্থা করা হবে। এই জিমনেসিয়ামে প্রায় ২০০ জন নারী অভিভাবক অবস্থান করতে পারবেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শেখ ফজিলাতুন্নেছা ও মন্নুজান হলের মাঝে দুই তলাবিশিষ্ট এই জিমনেসিয়ামের ভেতরে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে। ইতোমধ্যে ব্যায়ামের জন্য ব্যবহৃত যাবতীয় হালকা সামগ্রী সরিয়ে রাখা হয়েছে। এছাড়াও নিরাপত্তা বৃদ্ধিতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে। আর অভিভাবকদের জন্য নেওয়া এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থীরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন