News71.com
 Bangladesh
 19 Oct 19, 06:38 PM
 736           
 0
 19 Oct 19, 06:38 PM

ভাইয়ের রাজনীতি নয়, আদর্শের রাজনীতি করুন ॥ উপমন্ত্রী নওফেল

ভাইয়ের রাজনীতি নয়, আদর্শের রাজনীতি করুন ॥ উপমন্ত্রী নওফেল

নিউজ ডেস্কঃ দলের নেতা-কর্মীদের ভাইয়ের রাজনীতি নয়, বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেছেন, আমি মঞ্চে দাঁড়িয়ে জোরে ভাষণ দিলাম। আমাকে খুশি করতে আপনারা আরও জোরে ভাই ভাই স্লোগান তুললেন। এ ধরনের রাজনীতি দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়া সম্ভব নয়। বঙ্গবন্ধুর কর্মী হতে হলে তার আদর্শকে, তার দর্শনকে ধারণ করতে হবে। শনিবার (১৯ অক্টোবর) দুপুরে নগরের জেএমসেন হলে আয়োজিত বাংলাদেশ তাঁতী লীগ চট্টগ্রাম নগর কমিটির ত্রি-বার্ষিক সম্মেলনে শিক্ষা উপমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী নওফেল বলেন, আওয়ামী লীগ সাধারণ মানুষের রাজনীতি করে। আমরা যদি সাধারণ মানুষের চাইতে অতিমাত্রায় সমৃদ্ধশালী হয়ে যাই, অনিয়ম ও অপরাজনীতির মাধ্যমে বিশাল সম্পদের অধিকারী হই- তাহলে কিন্তু আমাদের এই দলের প্রতিনিধিত্ব করবার রাজনৈতিক যোগ্যতা কিংবা নৈতিকতা কেনোটাই থাকবে না। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতা-কর্মীদের বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে সাধারণ জীবনযাপনে অভ্যস্ত হওয়ার তাগিদ দিয়েছেন। বঙ্গবন্ধু কন্যা চাইছেন, আমরা বঙ্গবন্ধুর আদর্শের চর্চা করি। এ ক্ষেত্রে আমাদের আদর্শের চর্চাটা করতে হবে, তিনি যেভাবে চাইছেন ঠিক সেভাবে। তরুণ এ রাজনীতিক বলেন, বঙ্গবন্ধুর আত্মজীবনীতে আমরা দেখেছি- তিনি কীভাবে বাংলার সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নের জন্য রাজনৈতিক সংগঠনগুলোকে পরিচালনা করেছিলেন। সেই প্রেক্ষাপট থেকেই তাঁতী লীগের সৃষ্টি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন