News71.com
 Bangladesh
 18 Oct 19, 07:45 PM
 45           
 0
 18 Oct 19, 07:45 PM

ভারতের সাথে টহল শেষে দেশে ফিরেছে নৌবাহিনীর জাহাজ ‘স্বাধীনতা’ ও ‘আলী হায়দার’॥

ভারতের সাথে টহল শেষে দেশে ফিরেছে নৌবাহিনীর জাহাজ ‘স্বাধীনতা’ ও ‘আলী হায়দার’॥

নিউজ ডেস্কঃ বঙ্গোপসাগরে দ্বিতীয়বারের মতো দুই দেশের সমুদ্রসীমার নির্ধারিত এলাকায় আয়োজিত বাংলাদেশ ও ভারতীয় নৌবাহিনীর যৌথ টহল শেষে দেশে ফিরেছে জাহাজ ‘স্বাধীনতা’ ও ‘আলী হায়দার’। শুক্রবার (১৮ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ১০ থেকে ১২ অক্টোবর বঙ্গোপসাগরে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ ও ভারতের সমুদ্রসীমার নির্ধারিত এলাকায় আয়োজিত বাংলাদেশ ও ভারতীয় নৌবাহিনীর যৌথ টহল অনুষ্ঠিত হয়। সফর শেষে ‘স্বাধীনতা’ ও ‘আলী হায়দার’ জাহাজ দু’টি মোংলা নৌ জেটিতে এসে পৌঁছালে কমান্ডার ফ্লোটিলা ওয়েস্ট কমডোর এস এম মনিরুজ্জামানসহ স্থানীয় নৌকর্মকর্তা, নাবিক এবং জাহাজে গমনকারী কর্মকর্তা ও নাবিকদের পরিবারবর্গ তাদের স্বাগত জানান। এ যৌথ টহলে নৌবাহিনীর দু’টি যুদ্ধজাহাজ স্বাধীনতা ও আলী হায়দার এবং ভারতীয় নৌবাহিনীর দু’টি যুদ্ধজাহাজ রাণভিজয় ও কুথার এবং ভারতের মেরিটাইম পেট্রোল এয়ার ক্রাফট (এমপিএ) অংশগ্রহণ করে। টহল শেষে বাংলাদেশ নৌবাহিনী যুদ্ধজাহাজ দু’টি বিশাখাপত্তমে পৌঁছে যৌথ টহল সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন