News71.com
 Bangladesh
 17 Oct 19, 12:30 PM
 884           
 0
 17 Oct 19, 12:30 PM

পিডিবি ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অপব্যবহারের প্রতিবাদে মোটরযান মেকানিকদের মানববন্ধন॥

পিডিবি ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অপব্যবহারের প্রতিবাদে মোটরযান মেকানিকদের মানববন্ধন॥

নিউজ ডেস্কঃ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বরিশাল বিভাগের জুডিশিয়াল নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান ক্ষমতা অপব্যহার করছেন অভিযোগ তুলে প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা মোটরযান মেকানিক ইউনিয়ন। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল ১০ টায় নগরের অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন-সংগঠনের সভাপতি বাবু নির্মলেন্দু রায়, সাধারণ সম্পাদক মো. কামাল চৌধুরী, কাশিপুর ইউনিয়ন চেয়ারম্যান লিটন মোল্লা প্রমুখ। বরিশাল ওয়ার্কসপ মালিক সমিতির সভাপতি বাবু নির্মলেন্দু চন্দ্র দাস বলেন, বুধবার (১৬ অক্টোবর) দুপুরে ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমানের গাড়ি চালক সোহেল আমাকে ফোনে জানান পটুয়াখালী শহর থেকে ৪ কিলোমিটার দূরে ম্যাজিস্ট্রেটের গাড়ি বিকল হয়েছে। তিনি বরিশাল থেকে একজন মিস্ত্রি পাঠাতে বলেন। পূজার ছুটি শেষে সব মিস্ত্রি না আসায় এবং বরিশাল থেকে ঘটনাস্থল প্রায় ৫০ কিলোমিটার দূরে হওয়ায় মিস্ত্রি পাঠানো যাবে না বলে জানাই আমি। এর ২৫/৩০ মিনিট পরেই বিদ্যুৎ অফিস থেকে একজন সহকারী প্রকৌশলীর নেতৃত্বে কয়েকজন এসে কোনো কিছু বুঝে ওঠার আগেই আমার গ্যারেজের বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে দু’টি মিটার কেটে নিয়ে যায়। মিটার কেটে নেওয়ার বিষয়ে জিজ্ঞেস করলে তারা আমাকে ম্যাজিস্ট্রেটের সঙ্গে দেখা করতে বলেন।

এ বিষয় জানতে যোগাযোগ করা হলে বিদ্যুৎ বিভাগের সহকারী প্রকৌশলী জুয়েল রানা বলেন, ‘নির্বাহী প্রকৌশলীর নির্দেশে সেখানে গিয়ে লাইন কেটে তার এবং মিটার নিয়ে এসেছি। নির্বাহী প্রকৌশলী আমজাদ হোসাইনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, ওই গ্যারেজে মিটার বাইপাস করে বিদ্যুৎ চুরি করা হচ্ছিল। যে কারণে তারসহ মিটার খুলে আনা হয়েছে। ম্যাজিস্ট্রেটের সঙ্গে কি হয়েছে বা না হয়েছে তা আমার জানা নেই। সকালে মিটার বাইপাস করার বিষয়টি ধরা পড়ার পর লাইন কেটে তার ও মিটার আনার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমানের কোনো বক্তব্য পাওয়া যায়নি । মানববন্ধন থেকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন বক্তারা। ২৪ ঘণ্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে ব্যবস্থা বা ঘটনার সুষ্ঠু সমাধান না করা হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান মেকানিকরা। মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন