News71.com
 Bangladesh
 17 Oct 19, 10:43 AM
 743           
 0
 17 Oct 19, 10:43 AM

১৬ বছর পর নোয়াখালীর বেগমগঞ্জে আওয়ামী লীগের সম্মেলন ।।

১৬ বছর পর নোয়াখালীর বেগমগঞ্জে আওয়ামী লীগের সম্মেলন ।।

নিউজ ডেস্কঃ নোয়াখালীর গুরুত্বপূর্ণ উপজেলা বেগমগঞ্জ। ষোল ইউনিয়নসহ চৌমুহনী পৌরসভা নিয়ে গঠিত এ উপজেলা। নোয়াখালীর রাজনৈতিক মেরুকরণ অনেকটাই বেগমগঞ্জ উপজেলার উপর নির্ভর করে। এ গুরুত্বপূর্ণ উপজেলায় গত ২০০৪ সালে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হয়। সম্মেলনে বর্তমান নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ এ বি এম জাফর উল্যাকে সভাপতি এবং বর্তমান বেগমগঞ্জ আসনের এমপি মামুনুর রশিদ কিরনকে সাধারণ সম্পাদক করা হয়। নানা অজুহাতে গত ষোল বছর সম্মেলন হয়নি। সম্প্রতি কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় ৩ বার সম্মেলনের তারিখ পরিবর্তন করে ২০ অক্টোবর সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়। এবারের সম্মেলনে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক বাদশাকে আহ্বায়ক করে সম্মেলন কমিটি গঠন করা হয়। উপজেলা কমিটির সদস্য আলমগীর কবির আলো জানান, ইউনিয়ন প্রতি ৩১ জন, পৌরসভায় ৩১ জন এবং বিশেষ কোটায় ২০ জনকে বিশেষ ভোটার করে মোট ৬১৮ জন ভোটারের ভোটের মাধ্যমে এ পরিষদের নেতা নির্বাচিত হবে। দীর্ঘ ষোল বছর পর বেগমগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হচ্ছে এর প্রতিক্রিয়া ব্যক্ত করতে চৌমুহনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর ছিদ্দিক টিপু বলেন, নির্ধারিত সময়ে সম্মেলন অনুষ্ঠিত না হলে দলে নতুন নেতৃত্ব সৃষ্টি হয় না। প্রবীণ কর্মীদের প্রতি নবীন কর্মীরা শ্রদ্ধাবোধ হারিয়ে ফেলে তাছাড়া এলাকায় নতুন কর্মীর জন্ম হয় না। অঙ্গ সংগঠনগুলোও ঠিকমত কাজ করে না । ১৬ বছর মূল দলের সম্মেলন হয়নি । ১৭/১৮ বছর যুবলীগের সম্মেলন হয় না, ১৪/১৫ বছর ছাত্রলীগের কমিটি হয় না। এগুলো দলের বিকাশের জন্য অন্তরায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন