bangladesh
 16 Oct 19, 09:46 PM
 107             0

জাতীয় নিরাপদ সড়ক দিবস সামনে রেখে বগুড়ায় ৭ দিনের কর্মসূচি শুরু ।।

জাতীয় নিরাপদ সড়ক দিবস সামনে রেখে বগুড়ায় ৭ দিনের কর্মসূচি শুরু ।।

নিউজ ডেস্কঃ ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবসকে সামনে রেখে বগুড়ায় সাতদিনের কর্মসূচি শুরু হয়েছে। প্রথমদিন বুধবার সকাল ১১ টায় যানবাহনের চালক, শ্রমিক, যাত্রী ও পথচারীদের মাঝে নিরাপদ সড়ক সংক্রান্ত সচেতনতামূলক লিফলেট বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। সাতদিনের কর্মসূচির উদ্বোধন করেন হাইওয়ে পুলিশ বগুড়া রিজিওনের সিনিয়র সহকারী পুলিশ সুপার রায়হান ইবনে রহমান। 'জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়' এই প্রতিপাদ্যকে সামনে রেখে নিরাপদ সড়ক চাই বগুড়া জেলা শাখা আয়োজন করেছে এই কর্মসূচি। কর্মসূচির মধ্যে রয়েছে ১৭ অক্টোবর সকাল ১১টায় শহরের তিনমাথা রেলগেট এলাকা, ১৯ অক্টোবর সকাল ১১টায় চারমাথা বাসস্ট্যান্ড, ২০ অক্টোবর সকাল ১১টায় সাতমাথা চত্বর ও ২১ অক্টোবর সকাল ১১টায় মাটিডালি বিমান মোড়ে নিরাপদ সড়ক সংক্রান্ত সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে এবং ২২ অক্টোবর সকাল ৯টায় জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত জাতীয় নিরাপদ সড়ক দিবসের বর্ণাঢ্য র‍্যালিতে অংশগ্রহণ করা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')