News71.com
 Bangladesh
 16 Oct 19, 06:44 PM
 799           
 0
 16 Oct 19, 06:44 PM

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় ২ জনের ১৪ বছর কারাদণ্ড॥

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় ২ জনের ১৪ বছর কারাদণ্ড॥

নিউজ ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় ২ জনকে ১৪ বছর কারাদণ্ড ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৬ অক্টোবর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শওকত আলী আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- বরগুনা জেলার আমতলী উপজেলার কড়াইবুনিয়া গ্রামের আব্দুল মোতালেব মুন্সির ছেলে রাকিবুল রাকিব ও নারায়ণগঞ্জ জেলার ফুতল্লা উপজেলার রামারবাগ গ্রামের আব্দুল জলিলের ছেলে মারুফ হোসেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে প্রকাশ, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫ এর একটি দল ২০১৮ সালের ২৬ মার্চ সকাল ৮টার দিকে জেলার শিবগঞ্জের কানসাট গোপালনগর মোড় এলাকায় একটি ট্রাকের চেসিসের মধ্যে বিশেষ ব্যবস্থায় লুকায়িত ৩৯৬৫ বোতল ফেনসিডিলসহ চালক রাকিব এবং হেলপার মারুফকে আটক করে। ওই দিন র‍্যাব-৫ এর এসআই ঠাকুর দাস রায় বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও শিবগঞ্জ থানার এসআই শ্যামল কুমার সরদার ২০১৮ সালের ৩১ মে আদালতে অভিযোগপত্র দেন। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক এ রায় দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন