News71.com
 Bangladesh
 15 Oct 19, 01:26 PM
 41           
 0
 15 Oct 19, 01:26 PM

আদালতের বাইরে বিক্ষোভ করছে সম্রাট সমর্থকরা ।।

আদালতের বাইরে বিক্ষোভ করছে সম্রাট সমর্থকরা ।।

নিউজ ডেস্কঃ যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি (বহিষ্কৃত) ইসমাইল চৌধুরী সম্রাটের মুক্তির দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ করছেন তাঁর কর্মী-সমর্থকরা। সম্রাটের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা। আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে পৌনে ১২টার দিকে সম্রাটকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে পুলিশ। তবে তার আগেই সকাল থেকে আদালত চত্বরে ভিড় করতে থাকে তাঁর কর্মী-সমর্থকরা। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সড়কসংলগ্ন ফটক ও ভবনের মূল ফটকে অবস্থান করেন এসব কর্মী-সমর্থকরা। পুলিশ মূল গেইটের সামনে থেকে তাদেরকে সরিয়ে দিতে চাইলেও সেখানেই অবস্থান নেন তারা। বেলা সোয়া ১২টার দিকে ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণের ভেতরে থেকে তাদের পুলিশ বের করে দিয়ে প্রধান গেট আটকে দেয়। বর্তমানে তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে রায়সাহেব বাজার মোড় পর্যন্ত সড়কে অবস্থান করে স্লোগান দিচ্ছেন। গত ৭ অক্টোবর রাতে রমনা থানা পুলিশ অস্ত্র ও মাদক আইনের মামলায় সম্রাটকে গ্রেপ্তার দেখানোর পাশাপাশি ১০ দিন করে ২০ দিন রিমান্ডের আবেদন করে পুলিশ। আরমানকেও মাদক মামলায় গ্রেপ্তার দেখানো ও দশ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন