News71.com
 Bangladesh
 15 Oct 19, 12:07 PM
 32           
 0
 15 Oct 19, 12:07 PM

বিদ্যুৎব্যয় নিয়ন্ত্রণে উদ্যোগ নেই ।। এক যুগে ভর্তুকি ত্রিশগুণ

বিদ্যুৎব্যয় নিয়ন্ত্রণে উদ্যোগ নেই ।। এক যুগে ভর্তুকি ত্রিশগুণ

নিউজ ডেস্কঃ দেশের বিদ্যুৎ উৎপাদন বাড়ার সঙ্গে সঙ্গে বছর-বছর বেড়ে চলেছে এই খাতের ব্যয়ও। আর এই ব্যয় মেটাতে গিয়ে গত একযুগে বিদ্যুৎ উৎপাদনে সরকারির ভর্তুকি বেড়েছে তিন হাজার গুণ। বিশেষজ্ঞরা বলছেন, ভর্তুকির হার কমিয়ে আনলে এই অর্থ অন্যখাতে বিনিয়োগ করা যেতো। সংশ্লিষ্টদের সঙ্গে আলাপকালে এমন তথ্য পাওয়া গেছে। জানা গেছে, শুধু ভর্তুকিই নয়, উৎপাদন খরচ বাড়ানোর অজুহাত দিয়ে বছর বছর খুচরা মূল্যও বাড়ানো হয়েছে। ফলে একদিকে বর্ধিত মূল্যের কারণে গ্রাহকের ওপর চাপে বেড়েছে, অন্যদিকে ভর্তুকির পরিমাণ বেড়ে যাওয়ায় চাপও বেড়েছে সরকারের ওপর। বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি অন্যান্য অপ্রয়োজনীয় খরচ না কমালে কিংবা স্বল্পমূল্যে জ্বালানির ব্যবস্থা না হলে ভর্তুকি বাড়তেই থাকবে। কমাতে হলে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে পরিকল্পনা নেওয়ারও পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। খোঁজ নিয়ে জানা গেছে, বিদ্যুৎ খাতে গত ১২ বছরে ৩০গুণ ভর্তুকি বেড়েছে। এরমধ্যে ২০০৬-২০০৭ অর্থবছরে বিদ্যুৎ খাতে ভর্তুকির পরিমাণ ছিল ৩০০ কোটি টাকা। আর চলতি অর্থবছর ভর্তুকির সম্ভাব্য পরিমাণ ধরা হয়েছে ৯ হাজার কোটি টাকা। যা গত ১২ বছরের মধ্যে সর্বোচ্চ বলে ধারণা করা হচ্ছে। এই অঙ্ক ধরে হিসাব করলে দেখা যায়, ভর্তুকি বাড়ার হার ত্রিশগুণ। উৎপাদন চিত্রের দিকে তাকালে দেখা যাবে, গত নয় বছর ধরে চেষ্টার পরও কোনও কয়লাচালিত বড় বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে আসেনি। যদিও চলতি বছরের শেষনাগাদ পায়রা বিদ্যুৎকেন্দ্রর উৎপাদনে আসার কথা রয়েছে। এই নয় বছরে বিদ্যুতের উৎপাদন বাড়তে গিয়ে শুধু তরল জ্বালানির ওপর নির্ভর করতে হয়েছে।এখন ফার্নেস অয়েলচালিত বিদ্যুৎকেন্দ্রর ইউনিট প্রতি উৎপাদন খরচ পড়ছে ১৩ টাকা ৬২ পয়সা। অন্যদিকে ডিজেলচালিত কেন্দ্রের উৎপাদন খরচ পড়ছে ২৭ টাকা ২১ পয়সা। দেশে এখন তেলচালিত বিদ্যুৎকেন্দ্রর পরিমাণ ৬ হাজার ৭৩৮ মেগাওয়াট। শতকরা হিসাবে যার পরিমাণ ৩৭ দশমিক ২২ ভাগ।

জানতে চাইলে জ্বালানি বিশেষজ্ঞ শামসুল আলম বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরেই বলছি, বিদ্যুৎ খাতের অযৌক্তিক ব্যয় চিহ্নিত করা দরকার। সেটি চিহ্নিত করে ব্যয় কমানোও জরুরি। উৎপাদন, বিতরণ ও সঞ্চালনে এই ধরনের ব্যয় বাড়ানোর বহু উদাহরণ আছে।’ তিনি আরও বলেন, ‘কীভাবে বিদ্যুৎব্যয় সাশ্রয় করা যায়, সেজন্য আমরা এরইমধ্যে সরকারকে একটি পরিকল্পনাও দিয়েছি। সরকার গ্যাস ও বিদ্যুতের মূল্য কমাতে চায় না। যদি চাইতো, তাহলে সরকারের পরিকল্পনাগুলোও সেভাবে তৈরি করা হতো।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন