News71.com
 Bangladesh
 14 Oct 19, 10:00 PM
 39           
 0
 14 Oct 19, 10:00 PM

মহাত্মা গান্ধী শান্তি পুরস্কারে ভূষিত হলেন ড. কাজী এরতেজা হাসান ।।

মহাত্মা গান্ধী শান্তি পুরস্কারে ভূষিত হলেন ড. কাজী এরতেজা হাসান ।।

নিউজ ডেস্কঃ ভারতের সম্মানজনক মহাত্মা গান্ধী শান্তি পুরস্কারে ভূষিত হলেন ভোরের পাতা ও দ্যা পিপলস টাইমস সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসান। বাংলাদেশ-ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বিশেষ অবদানের জন্য তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে। প্রতিবেশী ভারতের প্রভাবশালী মেধাভিত্তিক সংগঠন দিল্লী স্টাডিজের পক্ষ থেকে ১৫ অক্টোবর (মঙ্গলবার) এ পুরস্কার ড. কাজী এরতেজা হাসান ছাড়াও আরও চার জনের হাতে তুলে দেয়া হবে। ড. কাজী এরতেজা হাসান বাংলাদেশের সর্বোচ্চ ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআইয়ের পরিচালক হিসাবে দু’দেশের মধ্যে বাণিজ্যিক ও সামাজিক-সাংস্কৃতিক সম্পর্ক উন্নয়নে বিশেষ অবদান রেখেছেন। তার স্বীকৃতি হিসেবে এ পুরস্কারের জন্য তাকে মনোনীত করা হয়েছে। সম্মানজনক মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার প্রাপ্তির পর প্রতিক্রিয়ায় ড. কাজী এরতেজা হাসান বলেন, ‘এ পুরস্কারে পেয়ে আমি সত্যিই গর্ববোধ করছি। ঐতিহাসিকভাবেই ভারত আমাদের অকৃত্রিম বন্ধু রাষ্ট্র। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ভারতের সাথে সব সময় সুসম্পর্ক রেখে আসছেন। সর্বশেষ তার ভারত সফরের মধ্য দিয়ে দু’দেশের সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে। আমি আশা করবো বাংলাদেশ-ভারতের এই অকৃত্রিম বন্ধুত্ব চিরজীবী হোক।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন