News71.com
 Bangladesh
 14 Oct 19, 11:38 AM
 41           
 0
 14 Oct 19, 11:38 AM

৮ দফা দাবিতে ঢাকায় উবার চালকদের কর্মবিরতি চলছে॥

৮ দফা দাবিতে ঢাকায় উবার চালকদের কর্মবিরতি চলছে॥

নিউজ ডেস্কঃ ৮ দফা দাবিতে কর্মবিরতির ডাক দিয়েছেন উবার চালকরা। ঢাকা রাইড শেয়ারিং ড্রাইভারস ইউনিয়ন এবং বাংলাদেশে রাইড শেয়ারিং ড্রাইভার্স অ্যাসোসিয়েশন নামে দুটি সংগঠন এ কর্মসূচি দিয়েছে। পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে রবিবার মধ্যরাত থেকে এ কর্মসূচির ডাক দেন তারা। উবার চালকদের দাবিগুলো হলো- ট্রিপ শুরু করার পর থেকে ট্রিপ শেষ করা পর্যন্ত কিলোমিটার ও মিনিট হিসাব করে ভাড়া দিতে হবে, উবারের কমিশন ২৫ শতাংশ থেকে কমিয়ে ১২ শতাংশ করতে হবে, গ্যাসের দাম বাড়ার কারণে ভাড়ার হার বাড়াতে হবে, ডেস্টিনেশন অপশনে ডেস্টিনেশনের আশপাশে ট্রিপ দিতে হবে, চালকদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, যাত্রীদের দ্বারা গাড়ির কোনো ক্ষতি হলে তার ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে, যাত্রীদের করা অভিযোগ যাচাই না করে চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না, যাত্রীর একাউন্টে যাত্রীর ছবি থাকা বাধ্যতামূলক করতে হবে, যাত্রীকে লোকেশন সম্পর্কে প্রাথমিক প্রশিক্ষণ দিতে হবে, চালকের সঙ্গে যাত্রীর সংযোগ দূরত্ব সর্বোচ্চ দুই কিলোমিটার করতে হবে।

ঢাকা রাইড শেয়ারিং ড্রাইভারস ইউনিয়নের সাধারণ সম্পাদক বেলাল আহমেদ বলেন, দাবিগুলো নিয়ে কয়েক দফা আলোচনা হলেও কোনো সমাধান হয়নি। আমরা এর আগে উবারের ঢাকা অফিসে দু'দফা গিয়েছিলাম। উত্তরায় তাদের অফিসের সামনে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছি। উবারের মুখপাত্র জানিয়েছেন, রাইডার ও ড্রাইভার-পার্টনার কমিউনিটির অল্প সংখ্যক ব্যক্তির কারণে সৃষ্ট বিঘ্নের জন্য আমরা দুঃখিত। আমরা শহরকে সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।ঢাকাজুড়ে রাইডারদের সুবিধাজনক ও বিকল্প দিতে আমাদের অংশীদাররা যাতে স্থিতিশীল উপার্জন করেন, তা নিশ্চিত করছি। আমাদের পার্টনার সেবাকেন্দ্র ও অ্যাপে মতামত প্রদানের মাধ্যমে চালক-অংশীদারদের বিভিন্ন অভিযোগ ও ইস্যু সমাধানের প্রক্রিয়া রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন