News71.com
 Bangladesh
 13 Oct 19, 10:33 AM
 703           
 0
 13 Oct 19, 10:33 AM

ব্রাহ্মণবাড়িয়ায় আট ভুয়া সাংবাদিক আটক ।।

ব্রাহ্মণবাড়িয়ায় আট ভুয়া সাংবাদিক আটক ।।

নিউজ ডেস্কঃ সাংবাদিক সেজে প্রতারণা করতে এসে ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের হাতে আটক হয়েছেন প্রতারক চক্রের আট জন সদস্য। শনিবার (১২ অক্টোবর) রাতে যাচাই-বাছাই শেষে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় তাদের হস্তান্তর করা হয়। এর আগে তাদের সদর উপজেলার সুহিলপুর বাজার এলাকা থেকে আটক করা হয়। র‍্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র‍্যাব) জানায়, ব্রাহ্মণবাড়িয়ায় একটি ঘটনায় একজন আহত হয়ে রাজধানীর ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে এক ব্যক্তি ভর্তি রয়েছে। সেই ব্যক্তির বোনকে প্রতারকরা সাংবাদিক পরিচয় দিয়ে বেসরকারি হাসপাতালে গিয়ে ফুসলিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করতে বলেন। সেই ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় এসে সংবাদ সংগ্রহ করতে ৫০ হাজার টাকায় চুক্তিবদ্ধ হয় ও অগ্রিম ২০ হাজার টাকা নিয়ে নেয়। শনিবার (১২ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে ওই নারী তার ভাইয়ের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধনে ওই প্রতারকরা গাড়ি নিয়ে সেখানে হাজির হয়। তাদের দেখে স্থানীয়দের সন্দেহ হলে একজনকে আটক করা হয়। বিষয়টি আঁচ করতে পেরে অন্য প্রতারকরা গাড়ি নিয়ে পালিয়ে যায়। ঘটনাটি র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পে জানালে কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ও সিনিয়র এডি চন্দন দেবনাথের নেতৃত্বে অভিযান চালায়। অভিযানে সদর উপজেলার সুহিলপুর বাজার এলাকা থেকে আরো ৭জন প্রতারককে আটক করে। এসময় তাদের কাছ থেকে এটিএন বাংলা টিভির, বিজয়টিভি ও এবি চ্যানেল নামের ভুয়া বুম (লোগো) উদ্ধার করা হয়। এছাড়া তাদের কাছ থেকে বাংলাটিভির ভুয়া আইডি কার্ড, সময়ের অপরাধচক্র নামের একটি পত্রিকার ভুয়া আইডি, ক্যামেরা ও জ্যাকেট উদ্ধার করা হয়। রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, আটকের পর যাচাই-বাছাই শেষে তাদের ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন