News71.com
 Bangladesh
 12 Oct 19, 08:36 PM
 61           
 0
 12 Oct 19, 08:36 PM

আখাউড়া স্থলবন্দর পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের চার্জ দ্যা এফেয়ার্স॥  

আখাউড়া স্থলবন্দর পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের চার্জ দ্যা এফেয়ার্স॥   

নিউজ ডেস্কঃ শনিবার সকালে তিনি দেশের দ্বিতীয় বৃহত্তম আখাউড়া স্থলবন্দর পরিদর্শন করেন। পরে তিনি ব্যবসায়ী ও কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। এসময় ভুটানের চার্জ দ্যা এফেয়ার্স মি. কিজেং ওয়াং চং বলেন, ভুটান বাংলাদেশের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র। সার্কভুক্ত দেশ হিসেবে দুই দেশের মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে। দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক আরও বৃদ্ধি করা প্রয়োজন। তিনি বলেন, এ বন্দর দিয়ে ভুটানে কী ধরনের পণ্যসামগ্রী আমদানি রফতানি করা যেতে পারে এবং আখাউড়া স্থলবন্দর দুই দেশের বাণিজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও মন্তব্য করেন তিনি। এসময় তিনি আরও বলেন, ভুটান-বাংলাদেশ দুই দেশের সম্প্রীতির বন্ধন রয়েছে। সুতরাং দুই দেশের মধ্য আখাউড়া স্থলবন্দর দিয়ে ব্যবসায়ীরা যেন ভুটানের সঙ্গে সহজ ও সুন্দরভাবে পণ্য সামগ্রী আমদানি-রফতানি বাণিজ্য করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেয়া হবে। এ সময় তিনি কাস্টম, ইমিগ্রেশন, নো-ম্যান্সল্যান্ড ও স্থলবন্দর এলাকা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিভিন্ন সুবিধা-অসুবিধা, সমস্যা-সম্ভাবনা ও প্রতিবন্ধকতা সম্পর্কে অবহিত হন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন