News71.com
 Bangladesh
 12 Oct 19, 12:54 PM
 65           
 0
 12 Oct 19, 12:54 PM

বুয়েট ক্যাম্পাস থেকে সন্দেহভাজন যুবক আটক ।।

বুয়েট ক্যাম্পাস থেকে সন্দেহভাজন যুবক আটক ।।

নিউজ ডেস্কঃ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ক্যাম্পাসে এনামুল মোর্শেদ রুপম নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সন্দেহজনক ঘোরাফেরা এবং নিহত বুয়েটছাত্র আবরার ফাহাদকে নিয়ে 'আজেবাজে' মন্তব্যের কারণে তাকে শিক্ষার্থীরা পুলিশের হাতে তুলে দেয়। অ্যাকাডেমিক ভবনের নিচ থেকে শুক্রবার (১১ অক্টোবর) সকাল সাড়ে দশটায় তাকে আটক করা হয়। আন্দোলনরত শিক্ষার্থীদের একজন জানান, রুপম নামের একজন ক্যাম্পাসে সন্দেহভাজনভাবে ঘোরাফেরা করছিলেন। একপর্যায়ে তার পরিচয় জানতে চাওয়া হয়। তখন তিনি নিজেকে বুয়েটের শিক্ষার্থী বলে পরিচয় দেয়। কিন্তু কোন ডিপার্টমেন্ট এবং কোন ব্যাচের সেটা ঠিক মতো বলতে পারেননি। আমরা তখন সবাইকে জিজ্ঞেস করি এই ছেলেকে কেউ চেনে কিনা বা তার কোনো বুয়েটিয়ান বন্ধু আছে কিনা। তখন এমন কাউকেই খুঁজে পাওয়া যায়নি যে তাকে চিনবে। নিজেকে বুয়েটের সাবেক শিক্ষার্থী দাবি করলেও তিনি কোনো গ্রহণযোগ্য পরিচয় দিতে ব্যর্থ হন। এরপরেই তাকে পুলিশের হাতে তুলে দেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে রুপম নামের ওই যুবককে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন এসি সিরাজ। বংশাল চকবাজার জোনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার (এসি) সিরাজুল ইসলাম বলেন, ওই যুবক বুয়েট ক্যাম্পাসে আজেবাজে কথা বলছিল। এ সময় সাধারণ শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশে দেয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন