News71.com
 Bangladesh
 11 Oct 19, 10:14 PM
 66           
 0
 11 Oct 19, 10:14 PM

বড়পুকুরিয়া কয়লা খনির ক্ষতিগ্রস্থ গ্রাম সমন্বয় কমিটির সমাবেশ ।।

বড়পুকুরিয়া কয়লা খনির ক্ষতিগ্রস্থ গ্রাম সমন্বয় কমিটির সমাবেশ ।।

নিউজ ডেস্কঃ দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির ক্ষতিগ্রস্থ ২০ গ্রাম সমন্বয় কমিটির কাউন্সিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে বড়পুকুরিয়া কয়লা খনির দক্ষিণ গেট সংলগ্ন মৌপুকুর এলাকায় এই কাউন্সিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কাউন্সিলে ২০ গ্রাম সমন্বয় কমিটির আহবায়ক বেনজির আহম্মেদকে সভাপতি ও সদস্য সচিব হাজি আইনুল হককে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৫১ সদস্য কমিটি গঠন করা হয়। কমিটির প্রধান উপদেষ্ঠা হিসেবে নির্বাচিত হয় ২০ গ্রাম সমন্বয় কমিটির প্রতিষ্ঠাতা আহ্বায়ক মশিউর রহমান বুলবুল। ২০ গ্রাম সমন্বয় কমিটির কাউন্সিল ও সমাবেশে ফুলবাড়ী সরকারী কলেজের (অব.) উপাধক্ষ্য ও কয়লাখনির কারণে ক্ষতিগ্রস্থ মহেষপুর গ্রাম কমিটির সভাপতি আব্দুল গফুরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ক্ষতিগ্রস্থ গ্রাম কমিটির সভাপতি মতিয়ার রহমান, সম্বনয় কমিটির অন্যতম সদস্য মামুনুর রশিদ, ক্ষতিগ্রস্থ গ্রাম কমিটির সভাপতি ও সাবেক ইউপি সদস্য সাইদুর রহমান, সাবেক পুলিশ কর্মকর্তা নুরল হক প্রমুখ। ২০ গ্রাম সমন্বয় কমিটির প্রধান উপদেষ্টা মশিউর রহমান বুলবুল বলেন, বড়পুকুরিয়া কয়লা খনির কারণে একের পর এক গ্রাম ক্ষতিগ্রস্থ হচ্ছিল, সেই সময় ক্ষতিগ্রস্থ গ্রামবাসীদের দাবি আদায়ের লক্ষে ২০১৬ সালের নভেম্বর মাসে ক্ষতিগ্রস্থ গ্রামবাসীদের সাথে নিয়ে গঠিত হয় ২০ গ্রাম সমন্বয় কমিটি। আগামী দিনেও এই ২০ গ্রাম সমন্বয় কমিটি তাদের দায়িত্ব সঠিক ভাবে পালন করে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন