News71.com
 Bangladesh
 10 Oct 19, 09:57 PM
 99           
 0
 10 Oct 19, 09:57 PM

বুয়েটসহ সব শিক্ষাঙ্গনকে দলীয় রাজনীতিমুক্ত করার দাবি টিআইবির ।।

বুয়েটসহ সব শিক্ষাঙ্গনকে দলীয় রাজনীতিমুক্ত করার দাবি টিআইবির ।।

নিউজ ডেস্কঃ বুয়েটের ছাত্র আবরারের হত্যাকাণ্ড একদিকে বাক স্বাধীনতার ওপর নিষ্ঠুর আঘাত ও অন্যদিকে ছাত্রসংগঠন তথা শিক্ষাঙ্গনের ওপর দুর্বৃত্তায়িত অসুস্থ রাজনৈতিক প্রভাবের নিষ্ঠুর পরিণতি বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। দেশের তরুণ সমাজ ও সাধারণ শিক্ষার্থীদের পিঠ দেয়ালে ঠেকে গেছে বলেও মন্তব্য করেছে সংস্থাটি। এজন্য অবিলম্বে বুয়েটসহ দেশের সব শিক্ষাঙ্গনকে দলীয় রাজনীতিমুক্ত করার দাবি জানানো হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ দাবি জানায়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে একের পর এক রক্তক্ষয়ী ছাত্র সহিংসতা, ব্যাপক দুর্নীতি ও অনিয়ম, দলীয় রাজনৈতিক প্রভাবদুষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পৃষ্ঠপোষকতা এবং একই কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তার ফলে বাংলাদেশের ঐতিহ্যবাহী আদর্শিক ছাত্র আন্দোলনের অস্তিত্ব সংকটের মুখোমুখি। আবরার হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক ন্যায়বিচার নিশ্চিত করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ এবং ছাত্র আন্দোলনের গৌরবময় ঐতিহ্য ফিরিয়ে আনতে সব ছাত্রসংগঠনসহ শিক্ষাঙ্গনকে সম্পূর্ণ দলীয় রাজনীতিমুক্ত করার কোনও বিকল্প নেই।’

আবরার হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানকে উদ্বৃত করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আবরার হত্যা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিনের লালিত মরণব্যাধির লক্ষণ মাত্র। এর প্রতিকার সরকার ও রাজনৈতিক নেতৃত্বের হাতে। সাম্প্রতিক সময়ে শিক্ষাঙ্গনে আরও যেসব অনিয়ম, সহিংসতার ঘটনা ঘটেছে সেগুলোর মতো এই ঘটনাও শেষ পর্যন্ত ধামাচাপা দেওয়া হলে এর দায় তাদেরই বহন করতে হবে। ফাঁকা আশ্বাস নয়, আমরা কার্যকর বাস্তবায়ন দেখতে চাই। পাশাপাশি ছাত্র রাজনীতির নামে শিক্ষাঙ্গনে দুর্বৃত্তায়ন থেকে যারা লাভবান হয়েছেন, তাদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করুন। কারণ, তারা দেশের যে ক্ষতি করছেন, তা অপূরণীয় ও দীর্ঘমেয়াদি। গণতন্ত্রের জন্য ও মেধাভিত্তিক সমাজ বিনির্মাণের প্রত্যাশার পথে ভয়ঙ্কর প্রতিরোধক। তবে, সদিচ্ছা থাকলে এই চ্যালেঞ্জের মোকাবিলা করা এখনও সম্ভব। দেশের তরুণ সমাজের, সাধারণ শিক্ষার্থীদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, তাদের উদ্বেগের ভাষা বুঝতে চেষ্টা করুন।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন