News71.com
 Bangladesh
 10 Oct 19, 06:48 PM
 65           
 0
 10 Oct 19, 06:48 PM

মেঘনা নদীতে ইলিশ ধরা বিরোধী অভিযান॥ ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

মেঘনা নদীতে ইলিশ ধরা বিরোধী অভিযান॥ ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে মেঘনা নদীতে বিশেষ অভিযান চালিয়ে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার মো. সোহাগ হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। জব্দের পর কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়েছে। মেঘনা নদীতে ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত সকল প্রকার ইলিশ মাছ নিধন ও বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ করেছে মৎস্য বিভাগ। মা ইলিশ রক্ষায় বিশনন্দী থেকে কালাপাড়িয়া পর্যন্ত টহলের ব্যবস্থা নেওয়া হয়েছে। বিকেলের বিশেষ এই অভিযানে অংশ নেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ্জ্বল হোসেন, জেলা মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শওকত আলী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আনিছুজ্জামান, খাগকান্দা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আকরাম হোসেন ও উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন