News71.com
 Bangladesh
 09 Oct 19, 10:52 PM
 152           
 0
 09 Oct 19, 10:52 PM

বিএনপি সব ধর্মের মানুষের প্রতি সমান শ্রদ্ধাশীল॥আমির খসরু

বিএনপি সব ধর্মের মানুষের প্রতি সমান শ্রদ্ধাশীল॥আমির খসরু

নিউজ ডেস্কঃ বাঙালি জাতীয়তাবাদ নয়, বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করে। সব ধর্মের, সব ভাষার মানুষকে নিয়ে যে রাজনীতি, সেটাই বিএনপির রাজনীতি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার (৯ অক্টোবর) বিকেলে কক্সবাজারের রামু উপজেলায় কেন্দ্রীয় সীমা বিহার প্রাঙ্গনে সদ্যপ্রয়াত বৌদ্ধ ধর্মীয়গুরু, পণ্ডিত সত্যপ্রিয় মহাথেরো’র পেটিকাবদ্ধ অনুষ্ঠানে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন আমির খসরু মাহমুদ। সব ধর্মের মানুষের প্রতি বিএনপি শ্রদ্ধাশীল উল্লেখ করে কেন্দ্রীয় এ নেতা বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। কোনো ধর্ম, কোনো জাতি, কোনো সংস্কৃতি এককভাবে দেশকে এগিয়ে নিতে পারে না। দেশকে এগিয়ে নিতে হলে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হবে। সব ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই এগিয়ে নিতে হতে। এটাই বিএনপির রাজনীতি।

আমির খসরু আরও বলেন, সব জাতির মানুষই এদেশের নাগরিক, ভোটের অধিকার সবার সমান। আমরা সবসময় বৌদ্ধ জাতির প্রতি শ্রদ্ধাশীল ছিলাম। দেশনেত্রী খালেদা জিয়া আজ বাইরে থাকলে অবশ্যই রামুতে আসতেন। তাঁর পক্ষ থেকে প্রয়াত ধর্মীয় গুরুকে শ্রদ্ধা ও বৌদ্ধ সম্প্রদায়ের প্রতি সমবেদনা জানাতে আমি এখানে এসেছি। এর আগে বেলা ৩টার দিকে বিএনপির প্রতিনিধি দল সীমা বিহারে পৌঁছে প্রয়াত সত্যপ্রিয় মহাথেরোর মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন। অন্যদের মধ্যে দলটির কেন্দ্রীয় নেতা ড. সুকোমল বড়ুয়া, কেন্দ্রীয় বিএনপির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজল, কক্সবাজার জেলা সভাপতি শাহাজাহান চৌধুরীসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন