News71.com
 Bangladesh
 21 Sep 19, 08:57 PM
 117           
 0
 21 Sep 19, 08:57 PM

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ মিছিল॥

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ মিছিল॥

জাবি প্রতিনিধিঃ ঢাকা বিশ্ববিদ্যালয় ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদিক্ষণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। সমাবেশে বক্তারা বলেন, ‘ক্ষমতায় টিকতে আজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা স্বৈরাচার হয়ে উঠছে। দলবাজি করে ক্ষমতা গ্রহণের পর ক্ষমতায় টিকে থাকতে সন্ত্রাসী পথ বেছে নিচ্ছেন।’


সংক্ষিপ্ত সমাবেশে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের জাবি শাখার যুগ্ম আহ্বায়ক আদিব আরিফের সঞ্চালনায় ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সদস্য রাকিবুল রনি বলেন, ‘গোপালগঞ্জের শিক্ষার্থীরা যখন দুর্নীতিবাজ, চরিত্রহীন ভিসির বিরুদ্ধে আন্দোলন করছে তখন স্থানীয় সন্ত্রাসীদের দ্বারা সাধারণ শিক্ষার্থীদের ওপর আক্রমণ করছে ভিসি। আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্যে করছি ঢাবি, জাবিসহ বশেমুরবিপ্রবি’র ভিসি সবগুলো আজ দুর্নীতিবাজ, সন্ত্রাস হিসেবে আর্বিভূত হয়েছে এরা সবাই একই সুতায় বাঁধা।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন