News71.com
 Bangladesh
 20 Sep 19, 11:59 AM
 736           
 0
 20 Sep 19, 11:59 AM

পূজায় সর্বোচ্চ নিরাপত্তা দেবে পুলিশ ॥ চট্টগ্রাম রেন্জ ডিআইজি

পূজায় সর্বোচ্চ নিরাপত্তা দেবে পুলিশ ॥ চট্টগ্রাম রেন্জ ডিআইজি

নিউজ ডেস্কঃ হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজায় পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক। তিনি বলেছেন, ধর্ম যার যার, উৎসব সবার। এ উৎসবে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে সব ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে জেলা পুলিশ সুপারদেরকেও সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে নগরের খুলশীতে রেঞ্জ পুলিশের সম্মেলন কক্ষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অনুষ্ঠিত আইন-শৃংখলা বিষয়ক সভায় তিনি এসব কথা বলেন।


খন্দকার গোলাম ফারুক বলেন, এবার চট্টগ্রাম বিভাগের ১১টি জেলায় ৩ হাজার ৮২০টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পর্যাপ্ত নিরাপত্তা দিতে পূজা মণ্ডপগুলোকে অধিক গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ ও সাধারণ ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। প্রতি বছরের মতো এবারও দুর্গাপূজা নির্বিঘ্ন করতে প্রতিটি মণ্ডপে পূজার শুরু থেকে বিজয়া দশমী পর্যন্ত পুলিশের পাশাপাশি আনসার সদস্য ও কমিটির স্বেচ্ছাসেবক বাহিনীকে সার্বক্ষনিক দায়িত্বে রাখা হবে বলে জানান পুলিশের এ শীর্ষ কর্মকর্তা। সভায় চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশন অ্যান্ড ক্রাইম) মোহাম্মদ আবুল ফয়েজ, চট্টগ্রামের পুলিশ সুপার নুরেআলম মিনা, বিভিন্ন জেলা পূজা কমিটির সভাপতি ও সম্পাদকরা বক্তব্য দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন