News71.com
 Bangladesh
 18 Sep 19, 06:23 PM
 131           
 0
 18 Sep 19, 06:23 PM

রাবাব ফাতেমা জাতিসংঘের নিউইয়র্কের স্থায়ী প্রতিনিধি॥

রাবাব ফাতেমা জাতিসংঘের নিউইয়র্কের স্থায়ী প্রতিনিধি॥

নিউজ ডেস্কঃ সরকার জাপানে নিযুক্ত বর্তমান রাষ্ট্রদূত রাবাব ফাতেমাকে জাতিসংঘের নিউইয়র্কের স্থায়ী প্রতিনিধি হিসাবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। রাষ্ট্রদূত রাবাব ফাতেমা বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) পররাষ্ট্র বিষয়ক ক্যাডার হিসেবে ১৯৮৬ ব্যাচে যোগদান করেন। কূটনৈতিক জীবনে ফাতেমা নিউইয়র্ক, জেনেভা, কলকাতা এবং বেইজিংয়ের বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে কাজ করেছেন। সদর দফতরে তিনি মূলত ইউনাইটেড নেশনস উইংয়ের বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালন করেছিলেন।


রাষ্ট্রদূত ফাতেমা দু'টি আন্তর্জাতিক সংস্থা- লন্ডনের কমনওয়েলথ সচিবালয়, মানবাধিকারের প্রধান হিসেবে কাজ করেছেন। দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম এশিয়ার জন্য আঞ্চলিক সমন্বয়কারী ও উপদেষ্টা, এছাড়া এওএম ও আইওমের আঞ্চলিক কার্যালয়ে জলবায়ু পরিবর্তন ও অভিবাসনের জন্য আঞ্চলিক উপদেষ্টা হিসেবে আন্তর্জাতিক অভিবাসনে কাজ করেছেন। রাষ্ট্রদূত ফাতেমা আমেরিকা যুক্তরাষ্ট্রের টুফ্টস বিশ্ববিদ্যালয়, ফ্লেচার স্কুল অফ ল অ্যান্ড ডিপ্লোমাসি থেকে আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতি বিষয়ে স্নাতকোত্তর অর্জন করেছেন। তিনি সহকর্মী কূটনীতিক, কাজী ইমতিয়াজ হোসেনের বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন