News71.com
 Bangladesh
 18 Sep 19, 06:19 PM
 119           
 0
 18 Sep 19, 06:19 PM

ঋণ দেওয়ার সুযোগ বাড়ছে ব্যাংকের॥  

ঋণ দেওয়ার সুযোগ বাড়ছে ব্যাংকের॥   

নিউজ ডেস্কঃ ব্যাংকগুলোর ঋণ দেওয়ার সুযোগ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে প্রচলিত ধারার ব্যাংকগুলো আমানতের ৮৫ শতাংশ ও ইসলামি ধারার ব্যাংকগুলো ৯০ শতাংশ পর্যন্ত ঋণ দিতে পারবে। বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি তলানিতে নামায় ও শেয়ারবাজারে তারল্য সংকট চলায় ঋণ আমানত সীমা (এডিআর) বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল এ নিয়ে এক প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, ব্যাংকগুলোর ঋণ আদায় অনেক কমে গেছে। আবার নতুন আমানতও সেভাবে পাচ্ছে না। এ কারণেই এডিআর সীমা বাড়িয়ে ঋণ বাড়ানোর ব্যবস্থা করা হয়েছে। শেয়ারবাজারের পরিস্থিতি খারাপ হওয়ায় ও বেসরকারি ঋণ কমে যাওয়ার এতে সরকারের একধরনের চাপও ছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন