News71.com
 Bangladesh
 18 Sep 19, 11:08 AM
 760           
 0
 18 Sep 19, 11:08 AM

চট্টগ্রামে নির্মিত হচ্ছে ১০০ শয্যার ক্যান্সার চিকিৎসাকেন্দ্র॥

চট্টগ্রামে নির্মিত হচ্ছে ১০০ শয্যার ক্যান্সার চিকিৎসাকেন্দ্র॥

নিউজ ডেস্কঃ চট্টগ্রামসহ দেশের ৮টি বিভাগীয় মেডিক্যাল কলেজ হাসপাতালে একটি করে ১০০ শয্যার পূর্ণাঙ্গ ক্যান্সার চিকিৎসাকেন্দ্র স্থাপন করা হবে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) এ সংক্রান্ত ২ হাজার ৩৮৮ কোটি টাকার একটি প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন হয়েছে। ‘বিভাগীয় শহরে সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে ১০০ শয্যাবিশিষ্ট পূর্ণাঙ্গ ক্যান্সার চিকিৎসাকেন্দ্র স্থাপন’ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়ন করবে স্বাস্থ্য অধিদফতর। গত বছর পূর্ণাঙ্গ ক্যান্সার চিকিৎসাকেন্দ্র নির্মাণে চাহিদাপত্র চেয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি দেয় স্বাস্থ্য অধিদফতর। সে সময় একটি প্রস্তাবনাও পাঠানো হয়।

প্রস্তাবনায় নতুন এই চিকিৎসাকেন্দ্র নির্মাণের জন্য জায়গা, অবকাঠামো, যন্ত্রপাতি ও জনবল নিয়োগের পাশাপাশি ক্যান্সার চিকিৎসার জন্য বর্তমানে হাসপাতালে থাকা একটি রেডিওথেরাপি মেশিন ছাড়াও আরো চারটি মেশিন ক্রয়ের প্রস্তাব করা হয়। ক্রয়ে আনুমানিক খরচ ধরা হয় ৪৭ কোটি টাকা ও যন্ত্রপাতির জন্য অবকাঠামোর নির্মাণে ১০ কোটি ব্যয় হবে। নতুন এ চিকিৎসাকেন্দ্রের জন্য জনবল নিয়োগের বিষয়েও প্রস্তাবনায় আনা হয়েছে। এতে ১৪টি পদের বিপরীতে ৫৩ জনকে নিয়োগে দেওয়া হবে। প্রস্তাবনায় উল্লেখ করা হয়, সম্প্রতি প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে প্রতি বছর আড়াই লাখ জনগোষ্ঠী মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত ও প্রতি বছর মারা যান দেড় লাখ মানুষ। বর্তমানে আক্রান্তের সংখ্যা ১৫ লাখ। দেশে ক্যান্সারজনিত মৃত্যু হার সাড়ে সাত শতাংশ। ২০৩০ সালে ১৩ শতাংশে পৌঁছাতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন