News71.com
 Bangladesh
 17 Sep 19, 11:16 AM
 805           
 0
 17 Sep 19, 11:16 AM

প্লাস্টিকের বস্তা ব্যবহারের অপরাধে ৪ ব্যবসায়ীকে জরিমানা ।।

প্লাস্টিকের বস্তা ব্যবহারের অপরাধে ৪ ব্যবসায়ীকে জরিমানা ।।

নিউজ ডেস্কঃ বগুড়ায় প্লাস্টিকের বস্তা ব্যবহারের অপরোধে চার ব্যবসায়ীকে ১ লাখ ১২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার নারুলী ও দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় অভিযান চালিয়ে তাদের জরিমানা করা হয়। বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সোমবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ও এ টি এম কামরুল ইসলাম এপিবিএন সদস্যদের সহযোগিতায় সদর উপজেলার নারুলী ও দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় প্রায় দুইঘণ্টা অভিযান চালায়। অভিযানে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় সততা জেনারেল স্টোরের মালিক শফিকুল ইসলামকে ৫ হাজার, শামীম স্টোরের মালিক শামীম আহম্মেদকে ২ হাজার, খান অটোরাইচ মিলের মালিক শাফিউল ইসলামকে ১ লাখ ও মেসার্স জ্যোতি বস্তা অ্যান্ড চাউল ঘরের মালিক শফিকুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন