News71.com
 Bangladesh
 17 Sep 19, 12:37 AM
 141           
 0
 17 Sep 19, 12:37 AM

রাউজানের সর্বরোগের’ ওষুধ কারখানা সিলগালা করল র‌্যাব॥

রাউজানের সর্বরোগের’ ওষুধ কারখানা সিলগালা করল র‌্যাব॥

 

নিউজ ডেস্কঃ রাউজানের নোয়াপাড়ায় যৌন রোগসহ ‘সর্বরোগের’ ভেজাল ওষুধ প্রস্তুতকারী একটি কারখানায় অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৭ (র‌্যাব) এর একটি দল। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এ অভিযানে প্রায় দুই কোটি টাকার ওষুধ জব্দের পাশাপাশি চারজনকে কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. ইমরান আলী, মো. হাসান, মো. জসীম ও মো. নাঈম। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ওষুধ প্রশাসন অধিদফতরের তত্ত্বাবধায়ক হুসাইন মো. ইমরান, কামরুল হাসানসহ র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। ওষুধ প্রশাসন অধিদফতরের তত্ত্বাবধায়ক কামরুল হাসান  বলেন, ওই কারখানায় তৈরি ওষুধ মোবাইলে অর্ডার নিয়ে সারাদেশে সাপ্লাই দেওয়া হতো। অভিযানে ১৯ ধরনের ওষুধ পাওয়া গেছে। তিনি বলেন, প্রায় ২ কোটি টাকার ওষুধ ও তৈরি কাঁচামাল জব্দ করা হয়েছে। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত চারজনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন। র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) কাজী মোহাম্মদ তারেক আজিজ   জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাউজানের একটি ওষুধ কারখানায় অভিযান চালিয়ে প্রায় দুই কোটি টাকার ভেজাল ওষুধ জব্দ করা হয়েছে। ওষুধ কারখানাটি সিলগালা করে দিয়েছেন আদালত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন