News71.com
 Bangladesh
 14 Sep 19, 01:45 PM
 803           
 0
 14 Sep 19, 01:45 PM

কিশোরগঞ্জে ঘর পেলো ১৮ গৃহহীন পরিবার ।।

কিশোরগঞ্জে ঘর পেলো ১৮ গৃহহীন পরিবার ।।

নিউজ ডেস্কঃ ‘যার জমি আছে ঘর নেই, তার নিজ জমিতে গৃহনির্মাণ’ আশ্রয়ণ প্রকল্পের আওতায় কিশোরগঞ্জে ১৮ গৃহহীন পরিবারের মধ্যে ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার যশোদল ইউনিয়নে গৃহহীন এই ১৮ পরিবারের হাতে ঘরের চাবি তুলে দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি। এসময় জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মাসউদ, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল কাদির মিয়া, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাছুমা আক্তার, যশোদল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইমতিয়াজ সুলতান রাজন প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন