News71.com
 Bangladesh
 04 Sep 19, 09:21 PM
 820           
 0
 04 Sep 19, 09:21 PM

চট্টগ্রামে ইসির ডাটাবেজে ৭৩ সন্দেহজনক আবেদন॥

চট্টগ্রামে ইসির ডাটাবেজে ৭৩ সন্দেহজনক আবেদন॥

নিউজ ডেস্কঃ নির্বাচন কমিশনের ডাটাবেজে পরিচয়পত্রের জন্যে অন্তত ৭৩টি সন্দেহজনক আবেদন পেয়েছে সরকারের তদন্ত কমিটি। চট্টগ্রামে এক রোহিঙ্গা নারীর কাছ থেকে জব্দ করা জাতীয় পরিচয়পত্র নিয়ে তদন্ত করতে গিয়ে এসব আবেদন পায় তদন্ত কমিটি। বন্দর নগরীর কোতোয়ালি থানা নির্বাচন কর্মকর্তা কামরুল আলমের নেতৃত্বে গঠিত দুই সদস্যের তদন্ত কমিটি এখনো জানতে পারেননি কোন নির্বাচন কার্যালয় থেকে সেগুলো আপলোড করা হয়েছে। গত ২ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা মুনির হোসেন খানের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে কমিটি।নির্বাচন কমিশনের সার্ভারে কীভাবে সেই আবেদনগুলো তোলা হয়েছে তা জানার জন্যে তদন্তের সুপারিশ করেছে। নির্বাচন কর্মকর্তা মুনির হোসেন খান বলেন, কীভাবে সেই তথ্য নির্বাচন কমিশনের সার্ভারে আপলোড করা হলো তা রহস্যজনক। কমিশনের পদধারী ব্যক্তিরাই শুধু কোড বলতে পারবেন। ঢাকা থেকে প্রযুক্তি বিশেষজ্ঞরা এসে পরবর্তী তদন্ত করবেন বলেও উল্লেখ করেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন