bangladesh
 27 Aug 19, 01:30 PM
 81             0

হবিগঞ্জের বানিয়াচংয়ে নিখোঁজ দুই শিশুর লাশ মিলল পুকুরে॥

হবিগঞ্জের বানিয়াচংয়ে নিখোঁজ দুই শিশুর লাশ মিলল পুকুরে॥

নিউজ ডেস্কঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ১২ ঘণ্টা পর আজ মঙ্গলবার সকালে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলো- উপজেলার বল্লবপুর গ্রামের সাইফুল মিয়ার ছেলে সালমান মিয়া (৬) ও তার চাচাতো ভাই তোফাজ্জল মিয়ার ছেলে তায়েব মিয়া (৫)। স্থানীয় ইউপি মেম্বার মনিরুজ্জামান মনু মিয়া জানান, বল্লবপুর গ্রামের সাইফুল মিয়ার ছেলে সালমান মিয়া ও তার চাচাতো ভাই তোফাজ্জল মিয়ার ছেলে তায়েব মিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ১২ ঘণ্টা থেকে তারা নিখোঁজ ছিল। তাদের খুঁজে না পাওয়ায় মাইকিং করা হয়। অবশেষে আজ মঙ্গলবার সকালে বাড়ির পাশে পুকুরে তাদের লাশ ভাসতে দেখে পরিবারের সদস্যরা উদ্ধার করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')