News71.com
 Bangladesh
 23 Aug 19, 10:11 PM
 133           
 0
 23 Aug 19, 10:11 PM

এ বছরই প্রাথমিকে নতুন ২০ হাজার শিক্ষক নিয়োগ॥

এ বছরই প্রাথমিকে নতুন ২০ হাজার শিক্ষক নিয়োগ॥

নিউজ ডেস্কঃ দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে চলতি বছর আরও ২০ হাজার শিক্ষক নিয়োগ দেবে সরকার। এছাড়া আগামী বছরের জুন পর্যন্ত দেশে মোট ৬১ হাজার ১৬৬ জন শিক্ষকের পদ সৃষ্টি করা হবে। গতকাল বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৪) যৌথ বার্ষিক পর্যালোচনা সভায় এ তথ্য দেয়া হয়। এদিন ছিল আড়াই সপ্তাহব্যাপী এ পর্যালোচনা সভার শেষ দিন। সভায় গত এক বছরে প্রকল্পের আওতায় নেয়া কাজগুলোর পর্যালোচনা হয়। এতে খাতওয়ারি পর্যালোচনা, অর্ধবার্ষিক পর্যালোচনা, অডিট ও অ্যাকাউন্টস পর্যালোচনা এবং পরিবেশ ও সামাজিক নিরাপত্তা নিয়ে আলোচনা হয়। কর্মসূচির অধীনে ২০১৯-২০ অর্থবছর ৬১ হাজার ১৬৬ জন শিক্ষকের পদ সৃষ্টি ও আগামী ডিসেম্বরের মধ্যে প্রায় ২০ হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেয়া হবে বলে সভায় জানানো হয়। এ সংক্রান্ত পরিকল্পনা এরই মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলেও জানানো হয়।

 

সভায় দুর্যোগকালীন সময়ে ক্ষতিগ্রস্ত ৫২৩টি বিদ্যালয়ে ১০ কোটি টাকা বরাদ্দ এবং বিদ্যালয় পর্যায়ে মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষসমূহে ২৬ হাজার আইসিটি প্যাকেজ বিতরণের সিদ্ধান্ত হয়। পাঁচটি আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (জাইকা), জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ), ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও বিশ্বব্যাংক এই কর্মসূচিতে সহায়তা দিচ্ছে। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর (ডিপিএইচই) কর্মসূচিতে পূর্ত, অবকাঠামো ও প্রকৌশলগত সহযোগিতা করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন