News71.com
 Bangladesh
 21 Aug 19, 07:49 PM
 818           
 0
 21 Aug 19, 07:49 PM

খুলনায় একদিন পর নিহত ভ্যান চালকের বিচ্ছিন্ন মাথা উদ্ধার।।

খুলনায় একদিন পর নিহত ভ্যান চালকের বিচ্ছিন্ন মাথা উদ্ধার।।

নিউজ ডেস্কঃ খুলনার ভ্যান চালক রাশিদুল ইসলামের লাশ উদ্ধারের একদিন পর তার শরীর থেকে বিচ্ছিন্ন মাথাটি উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে বটিয়াঘাটা উপজেলার আমিরপুর ইউনিয়নের নিজগ্রামের একটি গর্ত থেকে পুলিশ তার মাথাটি উদ্ধার করে। এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ রবিউল সরদার (১৮) নামে এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। আটক যুবকের স্বীকারোক্তি অনুযায়ী তার ঘর থেকে একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, গত সোমবার রাশিদুল (১৭) বাড়ি থেকে ইঞ্জিন ভ্যান নিয়ে বের হয়। রাতে সে আর বাড়ি ফেরেনি। গত মঙ্গলবার দুপুর ৩টার দিকে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে আমিরপুর ইউনিয়নের নিজগ্রামের একটি পুকুর পাড়ের বাগানের ভেতর পানি ভর্তি একটি গর্ত থেকে গলাকাটা ও মাথাবিহীন অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। তবে আশেপাশের এলাকায় খুঁজেও তার মাথা পাওয়া যায়নি। আজ বুধবার সকাল ৭টার দিকে একই গর্তে নিহত রাশিদুলের মাথা ভেসে ওঠে। খবর পেয়ে পুলিশ মাথাটি উদ্ধার করে।

এদিকে, হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে পুলিশ আজ বুধবার সকালে রবিউল সরদার নামে এক যুবককে আটক করেছে। রবিউল নিজগ্রামের মোমিন সরদারের ছেলে। বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল কবির জানান, নিহত রাশিদুলের পিতা আব্দুল হালিম গাজী হত্যাকাণ্ডের ঘটনায় গত মঙ্গলবার রাতে বাদী হয়ে অজ্ঞাত আসামিদের নামে বটিয়াঘাটা থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন