News71.com
 Bangladesh
 18 Aug 19, 11:56 AM
 850           
 0
 18 Aug 19, 11:56 AM

মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের ১৫ ডাক্তার ২২ নার্স ডেঙ্গু আক্রান্ত॥

মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের ১৫ ডাক্তার ২২ নার্স ডেঙ্গু আক্রান্ত॥

নিউজ ডেস্কঃ রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পনেরো জন চিকিৎসক এবং বাইশ জন নার্স ডেঙ্গু জ্বরে আক্রান্ত। আরো পাঁচজন নার্স ভুগছেন জ্বরে। লোকবল সংকটের ওপর চিকিৎসক আর নার্সদের অসুস্থতার কারণে রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। গত দেড় মাসে হাসপাতালটিতে ডেঙ্গু আক্রান্ত দুই হাজার ২৮৭ জন চিকিৎসা নিয়েছেন, যার মধ্যে মারা গেছেন ১৭ জন। হাসপাতালের তথ্য অনুযায়ী, পহেলা জুলাই থেকে এখন পর্যন্ত ১৫ জন চিকিৎসক এবং ২২ জন নার্স ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। আরো পাঁচজন নার্স ভুগছেন জ্বরে।

রোগীদের বাড়তি চাপ সামাল দিতে হাসপাতালের করিডোরগুলোতে রাখা হয়েছে রোগী। বেশির ভাগ রোগী মশাড়ি ব্যবহারে আগ্রহী না হওয়ায় হাসপাতাল থেকেই ডেঙ্গু ছড়িয়ে পড়ার ঝুঁকিও রয়েই যাচ্ছে। কর্তৃপক্ষ বলছে, মুগদা, মান্ডা, মাতুয়াইল, বাসাবো, খিলগাওঁ এবং গোরান নীচু এলাকা বলে সামান্য বৃষ্টিতেই পানি জমে এডিস মশার বংশ বিস্তার সহজ সেখানে। এছাড়া মানুষের মশারি টানাতে অনীহা থাকায় ওই এলাকাগুলোতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন