News71.com
 Bangladesh
 18 Aug 19, 11:17 AM
 48           
 0
 18 Aug 19, 11:17 AM

কোটি টাকার চিংড়ি পোনা-হরিণের চামড়া উদ্ধার করল কোষ্টগার্ড॥

কোটি টাকার চিংড়ি পোনা-হরিণের চামড়া উদ্ধার করল কোষ্টগার্ড॥

নিউজ ডেস্কঃ সুন্দরবন ও নদীতে অভিযান চালিয়ে প্রায় কোটি টাকার চিংড়ি পোনা ও হরিণের চামড়া উদ্ধার করেছে মোংলা কোষ্টগার্ড। শুক্রবার (১৭ আগস্ট) ভোরে কোস্ট গার্ড বাহিনী পশ্চিম জোনের বিসিজি স্টেশন নলিয়ান এলাকায় বনের কালাবগী খাল সংলগ্ন থেকে হরিণের চামড়া উদ্ধার করে। উদ্ধারকৃত হরিণের চামড়া কালাবগি ফরেস্ট অফিসে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে। এ সময় কোষ্টগার্ড অপারেশন কর্মকর্তা বলেন, অবৈধভাবে সুন্দরবনের বিভিন্ন জায়গা থেকে শিকারিরা হরিণ শিকার করে চামড়া বিক্রয় করে থাকে। যা সুন্দরবনের জন্য বনজ প্রাণী রায় হুমকি। অপরদিকে, খান জাহান আলী ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৪০ লাখ পিস চিংড়ি পোনা আটক করেছে। আটককৃত মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৮০ লাখ টাকা । আটককৃত চিংড়ি পোনা রূপসা উপজেলা মৎস্য অফিসের প্রতিনিধির উপস্থিতিতে রূপসা নদীতে অবমুক্ত করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন