News71.com
 Bangladesh
 17 Aug 19, 08:01 PM
 48           
 0
 17 Aug 19, 08:01 PM

চামড়া নিয়ে ব্যবসায়ী সিন্ডিকেট যা করেছে তা দুরভিসন্ধিমূলক॥জাতীয় পার্টির মহাসচিব

চামড়া নিয়ে ব্যবসায়ী সিন্ডিকেট যা করেছে তা দুরভিসন্ধিমূলক॥জাতীয় পার্টির মহাসচিব

নিউজ ডেস্কঃ জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা বলেছেন, অসাধু ব্যবসায়ীরা চামড়া নিয়ে যা করেছে তা দুরভিসন্ধিমূলক। বিক্রেতাদের কম মূল্য দিতেই এমন অবস্থা সৃষ্টি করা হয়েছে। আজ শনিবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে দলটির প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের যৌথসভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় চামড়া নিয়ে যারা কারসাজি করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতেও সরকারের প্রতি আহ্বান জানান মসিউর রহমান রাঙ্গা। তিনি বলেন, আগামী ২৩ আগস্ট হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর চল্লিশ দিন অতিবাহিত হবে। ২৩ আগস্ট হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী, হুসেইন মুহম্মদ এরশাদ জন্মষ্টমীতে সরকারি ছুটি ঘোষণা করেছিলেন। তাই ২৩ আগস্টের পরিবর্তে ৩১ আগস্ট বাদ জোহর সারাদেশে হুসেইন মুহম্মদ এরশাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া, আলোচনা সভা ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হবে। এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টির মহাসচিব বলেন, বিরোধী দলীয় নেতা এবং রংপুর-৩ আসনে প্রার্থী নির্ধারণ দলীয় গঠনতন্ত্র অনুযায়ী হবে। গতকাল শুক্রবার রাতে মিরপুরের চলন্তিকা বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণ দিতেও সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন